17 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বানরের খাবার বরাদ্দ মাসে ৩০ হাজার টাকা!

বানরের খাবার বরাদ্দ মাসে ৩০ হাজার টাকা!

বানরের খাবার বরাদ্দ

বিএনএ, সাভার:ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহি বানর খাবার সংকটে ভুগায় তাদের খাবারের জন্য প্রতিমাসে উপজেলার তহবিল থেকে অর্থ ব্যয় করার আবেদন গৃহীত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রধান নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী৷ প্রতিমাসে বানরের খাবারের জন্য উপজেলা রাজস্ব তহবিল থেকে ৩০হাজার টাকা করে বরাদ্দ দেয়া হবে।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ইউএন্ও অফিসিয়াল ফেসবুক পেইজে আবেদন গৃহীত হওয়ার ব্যপারে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ‘প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন’ বিষয়ের উপর স্থানীয় সরকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করেছিলেন তিনি।

আবেদনে লিখা হয়েছিল, ধামরাই উপজেলার কয়েক শতাব্দী থেকে মানুষ ও বানর একসাথে বসবাস করে আসছে। এক সময় ধামরাই উপজেলায় কয়েক হাজার বানর থাকলেও এখন সেই বানরগুলো খাবার সংকটে প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে প্রায় দুইশত বানর রয়েছে যারা খাবার অভাবে বিভিন্ন বাসাবাড়িতে হামলা চালায়। ব্যক্তি পর্যায়ে কিছু খাবার ব্যবস্থা করা হলেও স্থায়ীভাবে কোন খাবারের ব্যবস্থা নেই এই বানরগুলোর তাই প্রায় অনাহারে থাকে। দর্শনার্থী ও সাধারণ মানুষের হাতে কিছু দেখলেই তা খাবার মনে করে। তখন তারা মানুষের উপর আক্রমণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গত ৯ সেপ্টেম্বর মাসিক সভায় একটি সিদ্ধান্ত হয়েছে। যেখানে কার্যবিবরণী ক্রমিক নং ২৮ ও ৮ নং এর সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা রাজস্ব তহবিল থেকে বানরের খাবার বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা ব্যয় করার অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ধামরাই উপজেলা প্রধান নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর অফিসিয়াল ফেসবুক পেইজে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো:

অবশেষে ধামরাই উপজেলার বানরগুলোর প্রতিদিনের খাবারের একটা স্থায়ী ব্যবস্থা হলো। ধামরাই উপজেলা পরিষদের প্রায় চার কোটি টাকার রাজস্ব তহবিল থেকে এই প্রাণীগুলোর জন্য বছরে তিন লাখ ষাট হাজার টাকা খরচ করা হলে আশাকরি কারো কম পড়বে না। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। তারপরও সিনিয়র সচিব হেলালুদ্দিন স্যার, অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দীন স্যার, উপসচিব মোহাম্মদ শামছুল হক স্যার এবং সিনিয়র সচিব স্যারের একান্ত সচিব শরীফুল আলম তানভীর স্যার এর কথা না বললেই নয় যারা আমার মতো একজন জুনিয়র কলিগের অনুরোধে এমন অসাধারণ একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ