24 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ক্যাফেটেরিয়ায় জবি ভিসির পরিদর্শন

ক্যাফেটেরিয়ায় জবি ভিসির পরিদর্শন

ক্যাফেটেরিয়ায় জবি ভিসির পরিদর্শন

বিএনএ,ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাফেটেরিয়া পরিদর্শনে যান। তিনি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্য সদস্যদের থেকে খাবারের মান ও পরিবেশ সম্পর্কে জানতে চান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ ক্যাফেটেরিয়া পরিদর্শন যান তিনি।

এ ছাড়া সময় তিনি ক্যাফেটেরিয়ার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের প্রস্তুতি ও পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মতামতও শোনেন। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো সরাসরি ভিসির কাছে তুলে ধরার সুযোগ পান। শিক্ষার্থীদের বেশিরভাগই খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, কয়েকজন ছাত্র-ছাত্রী খাবারের দাম এবং বিভিন্ন মেনুর মান নিয়ে কিছু পরামর্শ দেন। এ সময় উপাচার্য তাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, আন্দোলন পরবর্তী কিছুদিন খাবারের মান ভালো হলেও পরে তা আবার আগের অবস্থায় ফিরে গেছে। মাঝে মাঝে দেখা যায় দুপুরের আগেই খাবার শেষ হয়ে যায়। সেক্ষেত্রে ক্ষুধা নিয়েই ক্লাসে ফিরে যেতে হয়, কারণ ক্যাম্পাসের আশপাশে ভালো মানের খাবারের সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া দুষ্কর। আন্দোলনের পর ভেন্ডিং মেশিন বসানোর আশ্বাস দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু এখনো আমরা এ রকম কিছুই পাইনি। খাবারের মানের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর দেওয়া উচিত। দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যাশা জবি উপাচার্যের

উপাচার্য বলেন, আমি সকালে বাসা থেকে খেয়ে এলেও দুপুরের খাবার ক্যাফেটেরিয়া থেকেই খাই। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী ক্যাফেটেরিয়া থেকে খাবার খায়, ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিবেশ উপযুক্ত রাখা অত্যন্ত জরুরি।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু