21 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পাঁচ তলা থেকে লাফিয়ে পড়ে গৃহকর্মীর আত্মহত্যা

পাঁচ তলা থেকে লাফিয়ে পড়ে গৃহকর্মীর আত্মহত্যা


বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরায় পাঁচ তলা থেকে লাফিয়ে  পড়ে রুবি আক্তার (১৮) নামের এক গৃহকর্মী  আত্মহত্যা করেছে।। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের একটি বাসায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।রুবি আক্তারকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আনিসুর রহমান চৌধুরী।

তিনি বলেন,  রুবি আমাদের বাসায় প্রায় আড়াই বছর ধরে কাজ করতো। গ্রামে এক ছেলের সঙ্গে তার বিয়ে হয় । পরে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এরপর থেকেই বিষণ্নতায় পড়ে যায় সে। পরে আমার বাসায় তাকে কাজে নিয়ে আসি।

গৃহকর্তা আনিসুর রহমান আরও বলেন, রাত ৮টার দিকে অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করে সে। এরপর তার মা-বাবাকে ফোনে বিষয়টি জানিয়ে আমরা সবাই যে যার রুমে চলে যাই।পরে সবাইকে ফাঁকি দিয়ে পাঁচ তলায় গিয়ে নিচে লাফিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবি আক্তার নেত্রকোনা সদর জেলার কচুদিয়ারী গ্রামের চান মিয়ার মেয়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির অনুরোধ রাষ্ট্রদূতের এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, পুলিশ ছেড়ে দিল বিএনপির নিকট গণতন্ত্র, বাক, ব্যক্তির স্বাধীনতা নিরাপদ-তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে অর্ডারের মূল্যবৃদ্ধির আহ্বান ড. ইউনূসের মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না---ধর্ম উপদেষ্টা গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চেরাগীতে বিক্ষোভ কর্ণফুলী ফুড জোন'কে অর্থদণ্ড আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে যে কারণে