বিএনএ ক্রীড়া ডেস্ক: আইপিএলের দ্বিতীয় পর্বে জয়ের ধারা অব্যাহত রাখল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। এরপর শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)কে ৬ উইকেটে হারায় চেন্নাই। আর এ জয়ের ফলে দিল্লি ক্যাপিটালসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।
দলের হয়ে দারুণ শুরু এনে দেন চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রুতুরাজ গাইকওয়াদ এবং ফ্যাফ ডু প্লেসি। যদিও ৮.২ ওভারে দলীয় ৭১ রানের মাথায় চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত ৩৮ রান করে আউট হন রুতুরাজ গাইকওয়াদ। রুতুরাজের পর বেশিক্ষণ টিকতে পারেননি ডু প্লেসিও। ২৬ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন এই সাউথ আফ্রিকান।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চেন্নাইয়ের রানের চাকা সচলই ছিল। দলীয় ১১৮ রানের মাথায় সাজঘরে ফেরেন মঈন আলি। ১৮ বলে ২৩ রানের কার্যকর ইনিংসে হার্শাল প্যাটেলের বলে কাটা পড়েন তিনি। এরপর ফেরেন আম্বাতি রাইডুও। ভালো ছন্দে ছিলেন কিন্তু ৩২ রান করে হার্শালের দ্বিতীয় শিকার হন তিনি।
মঈন-রাইডুর পর দলের হাল ধরেন দলীয় কাপ্তান ধোনি এবং সুরেশ রায়না। তাদের ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ধোনি অপরাজিত ছিলেন ১১ আর সুরেশ রায়না ১৭ রানে। বেঙ্গালুরুর হয়ে সর্বেোচ্চ ২ উইকেট পান হার্শাল প্যাটেল। এছাড়া ১টি করে উইকেট নেন ম্যাক্সওয়েল ও চাহাল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র দুই ওপেনার বিরাট কোহলি ও দেবদূর পাডিকল। দুই তারকার নৈপুণ্যে দারুণ স্কোর দাঁড়ালেও বাকি ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে ১৫৬ রান সংগ্রহ করে বেঙ্গালুরু।
দলীয় ১১১ রানে ওপেনিং জুটি ভাঙেন ডোয়াইন ব্রাভো। সাজঘরে ফেরার আগে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। ৪১ বলে ৫৩ রান করেন তিনি। ৫০ বলে ৭০ করে প্যাভিলিয়নে ফেরেন পাডিকল। শার্দুলের বলে ক্যাচ ধরেন রাইডু। ১২ রান করে সাজঘরে ফেরেন ভিলিয়ার্স। এরপর বাকিরা আর হাল ধরতে পারেননি। অভিষেক ম্যাচে এক রান করে সাজঘরে ফিরলেন টিম ডেভিড। চাহারের বলে ক্যাচ ধরেন রাইনা। ম্যাক্সওয়েল তুলেন ১১ রান। হার্শাল প্যাটেল ৩ রান তুলেই আউট হন।
চেন্নাইয়ের হয়ে ব্রাভো নিয়েছেন ৩টি উইকেট। শার্দুল ঠাকুর নিয়েছেন দুইটি আর দীপক চাহার একটি।
বিএনএনিউজ/আরকেসি