বিএনএ, ডেস্ক : বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি। মাত্র একদিনে অসংখ্য অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ৩ সংসদীয় আসনের সীমানা বিরোধ শুনানিতে মারামারি, বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেপ্তার ও নির্বাচন কমিশনের পদত্যাগের এনসিপির দাবি, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ফজলুর রহমানের জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবাঞ্চিত ঘোষণা, ছবিতে জুতা নিক্ষেপ এবং বিএনপি থেকে কারণ দশাও নোটিশ প্রদান। একই দিন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম ও জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. আবু তাহের বলেছেন, সংস্কার, বিচার ও পিআর ছাড়া ফেব্রুয়ারিতে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এর মধ্য ঘটেছে আরেক ঘটনা। বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ৭১’ এ গণ হত্যার জন্য ক্ষমা না চেয়ে উল্টো ঔদ্ধত্যমূলক মন্তব্য করেছে। তার ভাষায় ইসলাম বলেছে, ‘হৃদয় পরিষ্কার করতে হবে’ অর্থাৎ তিনি বাংলাদেশের মানুষের হৃদয় পরিস্কার করার নসিহত করেন। এর প্রতিবাদে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করেছে। এই মিছিলটি গত একবছরের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় মিছিল।‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’ শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ জয়বাংলা শ্লোগান দিয়ে পল্টনের দিকে গিয়ে মিছিল শেষ হয়। এই সময় পুলিশ পিছন দিক থেকে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।
প্রসঙ্গত সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেছেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির। সারজিস আলমরা, ওই অভ্যুত্থানের অভিনয় করছে।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহামানের এমন বক্তব্য ফুঁসে ওঠে জামায়াত ইসলামী, তাদের সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং সরকারি দল এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ জুলাই আন্দোলন সমর্থিত বিভিন্ন সংগঠন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ এবং তার ছবি ঝুলিয়ে জুতা নিক্ষেপ করে।
এদিকে রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দশাও নোটিশ প্রদান করে। এতে বলা হয়, আপনার বক্তব্য ‘সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস’ বলে অনেকে মনে করে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে আর উল্লেখ করা হয়েছে, ‘আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। ’
ঘটনা এখানে থেমে থাকেনি, ‘৫ আগস্ট’ নিয়ে দেয়া বক্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবীতে ইসলামী ছাত্র শিবিররের ‘আপ বাংলাদেশ’সহ ৯৭টি সংগঠন যৌথ বিবৃতি দিয়েছে।
সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন উতপ্ত হয়ে ওঠেছে। নতুন করে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট। পরিস্থিতি যে দিকে যাচ্ছে ,তাতে দেশের শান্তি-শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা দিনদিন ‘অতল গহ্বর’ এ হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সৈয়দ সাকিব