28 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মর্জিমতো স্কুলে আসেন প্রধান শিক্ষক!

মর্জিমতো স্কুলে আসেন প্রধান শিক্ষক!

এক স্কুলেই ২০বছর, মন চাইলে স্কুলে আসেন শিক্ষক

বিএনএ,চট্টগ্রাম: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাঁশখালীর খানখানাবাদ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস এর পদত্যাগসহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে খানখানাবাদ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধান শিক্ষক ইউনুসের পদত্যাগ চেয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে তার পদত্যাগ বা অপসারণ চেয়ে বিচারের আওতায় আনার দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। দীর্ঘ ২০ বছর ধরে খানখানাবাদ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। কিন্তু তিনি স্কুলে আসেন মাঝেমধ্যে। তাও ১২ টার পর। কিন্তু তিনি কখনো কোন ক্লাসে যাননি। অফিস রুমে বসে আড্ডা দিয়ে আবার চলে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ২০০৫ সালের পর থেকে এই স্কুলে ২-৩ টি বিষয়ে এর বেশি ক্লাস হয় না। ছাত্র-ছাত্রীরা এতে চরম বিপাকে। তাদের এমন কর্মকাণ্ডে অনেক শিক্ষার্থী স্কুলে ভর্তি ইচ্ছুক না। যারা ভর্তি আছে তারাও কেউ কেউ পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে চলে গেছে। এছাড়া উক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত মামলাগুলোকে ইস্যু করে সবসময় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে রাখে। এমনকি স্কুলের পুকুর ও ভর্তি বাণিজ্যের টাকায় নিজের পকেট ভারি করে নিজ বাড়িতে সম্পদের পাহাড় গড়েছেন। এসব কারণে শিক্ষক-ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, তাকে পদত্যাগ করে উক্ত স্কুলে দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসুক।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ