24 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ম্যাচ সেরার পুস্কারের অর্থ বন্যার্তদের দান করলেন মুশফিক

ম্যাচ সেরার পুস্কারের অর্থ বন্যার্তদের দান করলেন মুশফিক

মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক : প্রথমবার পাকিস্তানের বিপক্ষে রবিবার(২৫ আগস্ট ২০২৪) টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে। সেটাও আবার পাকিস্তানের ঘরের মাঠে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

রবিবার(২৫ আগস্ট) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বন্যার এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সময় কাটিয়েছেন। এসময়  বাংলাদেশের মানুষকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই জয়ে দারুণ অবদান রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

১৯১ রান করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নিতে গিয়ে মুশফিকুর রহিম জানান, তিনি তার এই পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য দান করবেন। সে সঙ্গে দেশের মানুষদের প্রতি মুশফিক আহ্বান জানিয়েছেন, যাদের সম্ভব তারা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিএনএনিউজ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ