বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি বন্ধ গ্যারেজের সামনে থেকে নূর নবী নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ছুরিকাঘাতে ওই কিশোরকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে খুনের কাজে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর হিলভিউ আবাসিক এলাকার একটি বন্ধ গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-১৮৪ (ঢাকা-১১)
খুনের শিকার নূর নবী পরিবারের সাথে রাজধানীর যাত্রাবাড়িতে বাস করতেন। অপহরণের পর ওই কিশোরের ভিডিও পাঠিয়ে অপহরণকারীরা পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, স্থানীয় লোকজনের কাছে তথ্য পেয়ে হিলভিউ সড়কের পাশে বন্ধ গ্যারেজের সামনে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চবি হিস্ট্রি ক্লাবের উদ্যোগে ‘থ্রিএমপিসি’ প্রতিযোগিতা
বিএনএনিউজ/বিএম