বিএনএ,জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অফিস ও শ্রেণি (পরীক্ষা সহ) কার্যক্রমের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে অধ্যাপক নুরুল আলম বলেন, ‘গতকাল ডিন ও ইন্সটিটিউটের পরিচালকদের সাথে মিটিংয়ে বিষয়টি নির্ধারণ করা হয়। আজ অফিসার সমিতি, কর্মচারী সমিতির ও কর্মচারী ইউনিয়নের সাথে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ আগস্ট রোববার থেকে অফিস ও ক্লাসের সময়সূচি সংশোধন করে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কাজ চলমান থাকবে।’
গত ২৩ আগস্ট জাবির রেজিস্ট্রার রহিম কানিজ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অফিস ও শ্রেণি কার্জক্রমের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয় পরে গতকাল সভায় নতুন এ সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে জাবিতে এ সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর ছিলো।
বিএনএ/সানভীর,এমএফ