বিএনএ স্পোর্টস ডেস্ক: বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। একটি গণমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকার জুটিয়েছে আলোচনার খোরাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামে তুলেছেন ভয়াবহ সব অভিযোগ। বিসিবি ক্ষেপে আগুন এই নিয়ে, কোচের কাছে জবাব চাইবে তারা। গতকাল পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।
বিসিবির সঙ্গে বোঝাপড়া হওয়ার পরও চাকরি ছাড়ার কারণ জানতে চাওয়া হলে ডমিঙ্গো বলেন, ‘বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না।’ পাল্টা প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সত্যিই বিসিবি ছেড়ে যাচ্ছেন? ডমিঙ্গোর দুই শব্দের উত্তর, ‘ইয়েস স্যার।’
একজন ক্রিকেটার বলেন, ‘কোচের কথা কেউ শুনত না। এ রকম কোচ থাকলে অস্ট্রেলিয়া দলও ঘুমিয়ে যাবে। মুখস্থ কিছু কাজ ছাড়া কিছুই করতেন না। জেমি সিডন্সকে দেখতে পারতেন না। ম্যাচের কঠিন পরিস্থিতিতে ড্রেসিংরুম থেকে বার্তা দেওয়া হয় সব দলেই। ডমিঙ্গো নিজে তো দিতেনই না, অন্যদেরও বাধা দিতেন। এ রকম কোচের কথা খেলোয়াড়রা কেন শুনবে!’
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বলেন, ‘প্লেয়াররাই বলতে পারবে, আমাদের সাথে কোন প্লেয়ারের সরাসরি কোন যোগাযোগই হয় না কোন সিরিজ বা টুর্নামেন্ট চলাকালে।’
চুক্তিতে থাকা অবস্থায় এমন আচরণ কাম্য নয় বলেও মনে করেন জালাল, ‘সে এরকম বক্তব্য দিতে পারে না! সে এখনও আমাদের সঙ্গে চুক্তিতে আছে। যে ভাষাগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেটা অভিযোগ তোলার মতো।’
বিএনএনিউজ২৪/ এমএইচ