29 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » বাবুল আক্তারের পরকীয়া ফাঁস; তিন লাখ টাকায় খুন মিতু

বাবুল আক্তারের পরকীয়া ফাঁস; তিন লাখ টাকায় খুন মিতু


বিএনএ ডেস্ক : নিজের স্ত্রীকে হত্যা করতে খুনিদের তিন লাখ টাকা দেন  বরখাস্ত হওয়া পুলিশ সুপার বাবুল আক্তার।বিদেশি এনজিও সংস্থার কর্মী গায়ত্রী অমর সিংয়ের সঙ্গে পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে বাবুল আক্তার নিজের স্ত্রীকে হত্যার মতো জঘন্য সিদ্ধান্ত নেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাবুল আক্তারই যে মিতু হত্যাকাণ্ডের মূলহোতা- এটি দিবালোকের মতো সত্য। এ কারণে নির্দেশদাতা বাবুল আক্তারসহ এ হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সাতজনকে আসামি করে চার্জশিট প্রস্তুত করেছে পিবিআই। আগামী সপ্তাহে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

এদিকে মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিতু হত্যাকাণ্ডের মূলহোতা বাবুল আক্তার- এটি দিবালোকের মতো স্পষ্ট। এ কারণে নির্দেশদাতা বাবুল আক্তারসহ এ হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সাতজনকে আসামি করে চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আগামী সপ্তাহে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বাবুল আক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ