বিএনএ, ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সার্বিক বিষয় পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষার পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব বলেছিলেন ২-১ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এই রিপোর্ট পাওয়া গেছে কিনা আমার জানা নেই।
সর্বশেষ গত ১১ জুন তিনি হঠাৎ অসুস্থ হয়ে মধ্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ জুন হাসপাতাল থেকে হাসপাতালে বাসায় আসেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।
বিএনএ/ ওজি