বিএনএ, ঢাকা : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরোয়ার কামাল লিটন (৫৬) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন।
মঙ্গলবার রাত ২টার দিকে অচেতন অবস্থায় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল জানান, লিটন ময়মনসিংহ জেলার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।তার বাবার নাম ফজলুল করিম। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ২৪/আজিজুল/এইচ.এম।