21 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিনোফার্মের ভ্যাকসিনে ওমরাহ হবে না

সিনোফার্মের ভ্যাকসিনে ওমরাহ হবে না

সিনোফার্মের ভ্যাকসিনে ওমরাহ হবে না

বিএনএ, ঢাকা :  সিনোফার্মের ভ্যাকসিন নিলে ওমরাহ পালনের অনুমতি দিবে না সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন করোনাভাইরাসের জন্য অনুমোদিত ভ্যাকসিনের তালিকায় সিনোফার্ম নেই। ওমরাহ করতে হলে বিদেশি নাগরিকদেরকে সৌদি সরকারের অনুমোদিত ভ্যাকসিন নিতে হবে।

২৪ আগস্ট সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষে ‘র  জারি করা সার্কুলারে বলা হয়েছে, ওমরাহ পালনের  জন্য যেসব যাত্রী ফ্লাইটে আসবেন, তাদের বোর্ডিং করার আগেই ভ্যাকসিনের সনদ যাচাই করতে হবে এয়ারলাইন্সগুলোকে।

একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগিটিভ রিপোর্ট থাকতে হবে। অনুমোদিত ভ্যাকসিনের তালিকায় রয়েছে, ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা,  মডার্না ও জনসন অ্যান্ড জনসন।

সুতরাং, বাংলাদেশসহ যেসব দেশের নাগরিক ওমরাহ পালন করতে চান তাদের ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে।

শুরুতে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের অনুমোদিত ভ্যাকসিনের তালিকায় ছিল সিনোফার্ম। তবে সৌদি আরব শর্ত জুড়ে দিয়েছিল- সিনোফার্ম ভ্যাকসিন গ্রহণকারীরা বুস্টার ডোজ হিসেবে অন্য কোনও ভ্যাকসিন নিলে ওমরাহ পালনের অনুমতি পাবেন। এবার এই সুযোগও বাতিল করা হলো।

বাংলাদেশে ব্যাপক হারে চীনের তৈরি সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফলে ভ্যাকসিনের জন্য বৃহৎ একটি অংশ ওমরাহ পালনের সুযোগ পাবেন না। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, ২৪ আগস্ট পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ।

করোনার কারণে বিদেশিদের ওমরাহ পালনে সৌদি আরবে প্রবেশ বন্ধ ছিল দীর্ঘ দেড় বছর। ১ মুহররম থেকে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। ওমরাহ পালনকারীরা বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যেতে  শুরু করেছেন। তবে, বাংলাদেশ থেকে ওমরাহ পালনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ