18 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪

বিএনএ সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।

তিনি জানান, বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায়  একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। সে সময় অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩জন মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদা বক্স, একই গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন।

এদিকে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন খালকুলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ