30 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

গাজায় ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক : পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস শহরের বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

নিহতরা হলেন- রাভিড কাটজি (৫১), ওরেন গোল্ডিন (৩৩), মায়া গোরেন (৫৬), কিরিল ব্রডস্কি (১৯) এবং টোমার ইয়াকভ আহিমাস (২০)।

আইডিএফ জানিয়েছে, উদ্ধার এই পাঁচ মরদেহের একটি মায়া গোরেন (৫৬) নামের এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। তিনি ইসরাইলের নিরওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি ৪ মরদেহ ইসরাইলের সেনাবাহিনীর সদস্য। এই সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি আইডিএফ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত এক হাজার ২০০ ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ২৪০ জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ জন এখনো রয়েছেন হামাসের হাতে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ