বিশ্ব ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ পুলিশ ৭৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ৫৫জন পুরুষ, ১৪জন মহিলা ও ৫টি শিশু রয়েছে। প্রদেশের ৬টি জেলা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিলাদের মধ্যে একজন সন্তান সম্ভাবা। খবর আল জাজিরার।
২৫ জুলাই এক প্রতিবেদনে বলা হয়, দি রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ জানিয়েছে, এ সব রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রাণে বেচে এসে ভারতে আশ্রয় নিয়েছে প্রায় ১০ বছর।
তখন থেকে এরা রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, টিনের কোটা, অন্যান্য রাবিস সংগ্রহ করে জীবন জীবিকা চালিয়ে আসছে। তারা শরণার্থী হিসেবে ভারতে থাকতে চায়।
বিএনএ,জিএন/ হাসনাহেনা