18 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও (বিএসটিআই) অনুমোদন ছাড়া দই বিক্রি করায় টানেল রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) হোসfইন মোহাম্মদ এ অভিযানে নেতৃত্ব দেন।

মো. ইশতিয়াক ইমন বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া দই বিক্রি করায় জরিমানা করা হয়েছে রেস্টুরেন্টটিকে। এসব অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

এদিকে পৃথক অভিযানে চৌমুহনীর হ্যাপি আইসক্রিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, হ্যাপি আইসক্রিমে দুই ধরনের আইসক্রিম বিক্রি হচ্ছে। কিছু আইসক্রিম অন্য কোম্পানির। আবার কিছু লেবেল ছাড়া। লেবেল ছাড়া পণ্য নিজেরা তৈরি করে। তাই প্রতিষ্ঠানটিকে আইসক্রিম তৈরির জন্য এক মাসের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স সংগ্রহ করতে বলা হয়েছে। নয়তো বন্ধ করে দেওয়া হবে।

বিএসটিআই কর্মকর্তা ফারহানা জাহান পারুল ও আনোয়ারা থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন অভিযানে অংশ নেন।

বিএনএনিউজ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ