18 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বিচার চলা অবস্থায় আনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আনোয়ার দরবেশকাটা এলাকার আবু তাহেরের পুত্র।

পুলিশ মরদেহ উদ্ধার করে রোববার (২৫ জুন) সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা বলেন, ছয় মাস আগে আনোয়ার হোসেনের স্ত্রীকে আহত করার অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ওই সময় স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ বিচার ডেকে ওই ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এরপর থেকে এলাকার লোকজন বিষয়টি নিয়ে আনোয়ারকে নানা কটু কথা বলতেন।

শনিবার রাতে আয়াজ উদ্দিন (২২) আনোয়ার হোসেনকে দেখে কটু কথা শোনান। আনোয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদকে এ বিষয়ে বিচার দেন। সুলতান আহমদ রাত ১২টার দিকে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানে আবদুল আজিজ ও আনোয়ার হোসেনকে নিয়ে বিচারে বসেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে আবদুল আজিজ কামারের দোকান থেকে ছুরি নিয়ে আনোয়ার হোসেনের কোমরে ও লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করেন।

স্থানীয়রা আনোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, আনোয়ার হোসেনের শরীরে ছুরির দুটি আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোববার দুপুর পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি নিহত ব্যক্তির পরিবার। হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ