33 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চবিতে ‘ফ্লেয়ার্স পিচ’ বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সম্পন্ন

চবিতে ‘ফ্লেয়ার্স পিচ’ বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সম্পন্ন


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ফ্লেয়ার্স পিচ’ শিরোনামে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের টিম ক্রোমা।

শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয়।

প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ চবির টিম ক্যাটকিনস এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের টিম মোনার্কি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের টিম আমিগো যৌথভাবে ২য় রানার্স আপ হয়েছেন। প্রতিযোগিতায় মোট আটটি টিম ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি চিটাগং’র (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ শাহাবুদ্দিন, কনফিডেন্স সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর জহির উদ্দিন আহমেদ এবং স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব। অনুষ্ঠানটির কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান তাসলিমা আক্তার।

ডিন হেলাল উদ্দিন নিজামী বলেন, আমাদের শিক্ষকদের গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য এই বিজনেস আইডিয়া প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি।
আমরা যদি সমাজ এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চাই তাহলে নতুন নতুন আইডিয়া তৈরি করার কোনো বিকল্প নেই। এসমস্ত আইডিয়া তৈরির জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা তাদের দিকেই মুখ চেয়ে আছি। তাই শ্রেণিকক্ষের পাশাপাশি রজনীতি ও নানা গঠনমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে নিজেদের এবং দেশকে এগিয়ে নিতে হবে।

এছাড়া আরও অনুষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, সাধারণ পরিচালক এবং ইনোভেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আতকিয়া সুবাত, মোঃ আছির চৌধুরী এবং মোঃ খালেদ ইকবাল।

প্রসঙ্গত, এর আগে গত ৪ জুন শুরু হয়ে ৭ জুন শেষ হয় প্রতিযোগিতার প্রথম পর্ব। এতে প্রাথমিকভাবে ৮০ টিরও বেশি টিম অংশগ্রহণ করে।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ