21 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ভোটে সন্তুষ্ট জায়েদা খাতুন

গাজীপুরে ভোটে সন্তুষ্ট জায়েদা খাতুন

জায়েদা

বিএনএ গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন জানিয়েছেন ভোটকেন্দ্রের পরিবেশ এখন পর্যন্ত ভালো। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন তিনি।

নির্বাচনের প্রধান পরিচালনা সমন্বয়কারী গাজীপুর সিটির সাবেক মেয়র ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘এখন পর্যন্ত যে ভোট হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ’

বৃহস্পতিবার গাজীপুরের ৩০ নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এমন মন্তব্য করেন।

জয়ের ব্যাপারে আশাবাদী টেবিল ঘড়ি মার্কার প্রার্থী জায়েদা খাতুন বলেন, ‘আপনারা সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিন৷ ইভিএম নিয়ে আমার কোনো অভিযোগ নেই।ভোটকেন্দ্রগুলোর পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে৷এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায় আসে না। মা, ছেলে ও গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে ; আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। বিকাল ৪ টা পর্যন্তই যেন ভোটগ্রহণ সুষ্ঠু হয়। কোনভাবেই যেন সিসি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়। ‘

সরকার ও নির্বাচন সুষ্ঠু ভোটের যে প্রতিশ্রুতি দিয়েছি তা শেষ পর্যন্ত দেখার প্রত্যাশা ব্যক্ত করে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ভোটের মাঠে আছি। সর্বশেষ পর্যন্ত দেখবো কোথাও কোন কারচুপি হয়েছে কী না! যদি সুষ্ঠু হয় তবে আমরা ভোটের ফলকে স্বাগত জানাবো এবং ভালো ভোটের জন্যে সবাইকে ধন্যবাদ দিবো। আর কোন অনিয়ম হলে গাজীপুরবাসী তা মেনে নিবে না। এখন পর্যন্ত যে ভোট হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ