16 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে জামায়াতের ১০ নেতাকর্মী রিমান্ডে

চট্টগ্রামে জামায়াতের ১০ নেতাকর্মী রিমান্ডে

রিমান্ডে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রেপ্তার জামায়াতের ১০ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

১০ নেতাকর্মী হলেন- সাইফুদ্দিন খালেদ (৩৫), মো. হুমায়ুন কবির (৫০), রাশেদুল করিম রাশেদ (৩৪), হাফেজ মো. তাজুল অইসলাম (৩৮), মো. ইস্রাফিল (৫০), মো. শাহজাহান (৩৮), মো. সাদ্দাম হোসাইন (৩২), হুমায়ন কবির (২৪), ওসমান গনি ওরফে ওসমান (২৯) ও সাইফুল ইসলাম (২৪)।

নগরীর কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, জামায়াতের গ্রেপ্তার ৪৯ মধ্যে নেতাকর্মীর ১০ জনের রিমান্ড আবেদন করা হয়। আজ  শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ১৬ মে রাত ১০টার দিকে কোতোয়ালী থানার টেরিবাজারের আল বয়ান রেস্তোরা থেকে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ