22 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

বিএনএ ডেস্ক: সরকারের লৌহকপাট ভেঙে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাংস্কৃতিককর্মীদের এগিয়ে আসতে হবে। জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমানে সময়ে নজরুল এত বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে। কাজী নজরুল ইসলামের কাণ্ডারী হুশিয়ার কবিতা আবৃত্তি করে তিনি বলেন, আজকে এই দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার, নির্যাতন সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। এখান থেকে বের হতে হবে।

রাজনীতিবিদদের নজরুল পড়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন. আমরা যদি নজরুলকে পড়ি আমরা নিজেদের জানতে পারবো। আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করবো না। আমরা আমাদের জাতিস্বত্তাকে বিকশিত করে দাঁড়িয়ে উঠতে পারবো।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র