29 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন

সাতকানিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন

সাতকানিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়া উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধনের ফলে এখন থেকে সব দপ্তরের সেবা পাওয়া যাবে এক দ্বারে।

উদ্বোধনকালে এমপি নদভী বলেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাঁর দেওয়া উন্নয়ন প্রকল্পে সাতকানিয়া-লোহাগাড়া সেজেছে নবরূপে। রাস্তাঘাট হয়েছে, ইকোপার্ক হচ্ছে, ইকোনোমিক জোন হবে। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে হলে বিএনপি জামায়াতে সব নৈরাজ্য রুখে দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের অন্যায়, অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। সে যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং, ফসলি জমির মাটি কাটা এগুলো বন্ধ করতে হবে। সাইরেন বাজিয়ে নয়, প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করে তাদের ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে।

সাতকানিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন
বক্তব্য রাখছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও বিআরডিবির চেয়ারম্যান এরফানুল হক চৌধরী, মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দীন চৌধুরী, চরতীর চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, ছদাহার মোরশেদুর রহমান, ঢেমশার মির্জা আসলাম চৌধুরী রিমন, নলুয়ার লিয়াকত আলী চৌধুরী, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন আরাফাত, হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে অবৈধভাবে গেট নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাঙা সড়ক বর্ষার আগেই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এমপি নদভী। এসময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজের নামে সড়ক করারও ঘোষণা দেন।

বিএনএনিউজ/এসএমএনকে,বিএম

Loading


শিরোনাম বিএনএ