28 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে বের হয়, তারা কী করবে আমরা জানি: মির্জা ফখরুল

যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে বের হয়, তারা কী করবে আমরা জানি: মির্জা ফখরুল


বিএনএ, ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল আলমগীর এ কথা বলেন।

বিএনপির মহাসচিব এমন একটি সময় এমন মন্তব্য করলেন, যার একদিন আগে শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ জেলা পঞ্চগড়ে যেতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নতুন দলটির বড় পদ পাওয়ার পর বাড়ি ফেরার পথে সারজিসের এমন ‘শোডাউন’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

এদিকে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও সভায় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

“যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না,” বলেন মির্জা ফখরুল আলমগীর।

অন্যদিকে, জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

“সংস্কারের কথা বলে উসিলা সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এর পেছনে উদ্দেশ্য আছে। সব বুঝি, কিন্তু বলতে চাই না,” বলেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী বিআইডব্লিউটিসির বহরে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবিতে ছাত্রলীগে লুকিয়ে ছিলেন ছাত্রশিবির-আবদুল কাদের রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকারি গুদামে রেকর্ড মজুত, বোরোতে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের আশা