বিএনএ, ঢাকা : বাংলাদেশে আগামী তিন মাসের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
তারা আরও জানিয়েছে যে, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক সাধারণত তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিকভাবে সেবা প্রদানকালে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করবে।
এর আগে, গত ২৩শে মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, আগামী নয়ই এপ্রিল দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
বিএনএনিউজ/এইচ.এম।