28 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে নিয়মিত মাস্টার্সের সুযোগ পাবে না জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!

রাবিতে নিয়মিত মাস্টার্সের সুযোগ পাবে না জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!

রাবিতে নিয়মিত মাস্টার্সের সুযোগ পাবে না জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!

বিএনএ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে আলাদা ভর্তি পরীক্ষা দিয়ে আসন ফাঁকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাই এই প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা শিক্ষার্থীরা রাবিতে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ পাচ্ছেন না।

মঙ্গলবার (২৫মার্চ) তথ্যগুলো নিশ্চিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ অনুষ্ঠিত রাবির ৫৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া স্নাতক পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করতে হবে। অনুষদের অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অধ্যাপক ড. নিজাম উদ্দিন জানান, “এটা সিন্ডিকেটে নয় মূলত একাডেমিক কাউন্সিলের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তটি গৃহীত হয়। পরে সিন্ডিকেট সভায় শুধু অনুমোদিত হয়েছে। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো সুযোগ রাখা হয়নি। একইভাবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পড়ুয়া মাদরাসা শিক্ষার্থীরাও এই সুযোগ পাবে না।”

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউ কেউ। সদ্য অনার্স শেষ করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন, “যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, তাহলে এর আগেই কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়েও নিয়মিত মাস্টার্স প্রোগ্রাম চালু আছে; সেখানে ইউজিসি অনুমোদিত সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরণের সিদ্ধান্ত খুবই দুঃখজনক।”

ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হলে, কেন তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হবে—এমন প্রশ্নের জবাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক নিজাম উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির সুযোগও তো সবাই পায় না। এখানে একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা মানদণ্ড নির্ধারণ করতেই হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, কিন্তু সেখানে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার অধীনে পড়াশোনা করেন না। কার্যত তারা কলেজের শিক্ষার্থী হিসেবেই বিবেচিত।”

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, “স্নাতক শেষে অনেক বিভাগের শিক্ষার্থী চলে যাওয়ায় মাস্টার্সে আসন ফাঁকাই থাকে। বিশেষ করে কৃষি অনুষদে এটা বেশি দেখা যাচ্ছে। ফলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যরা ভর্তির সুযোগ পাবে। তবে অবশ্যই পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে।”

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে নিয়মিত মাস্টার্সে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হতো না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্সে ভর্তি পরীক্ষা শুরুর পর বিষয়টি আলোচনায় আসে। নিয়মিত মাস্টার্সে ভর্তি প্রক্রিয়া চালু না থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সন্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রাম চালু আছে— যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

বিএনএনিউজ /সৈয়দ সাকিব/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ