27 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশে চলন্ত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

চন্দনাইশে চলন্ত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত


বিএনএ, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টায় পটিয়াঅভিমুখী সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টোপথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াবদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ