বিএনএ, বিশ্বডেস্ক : ভয়াবহ টর্নেডো আঘাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি। এটির আঘাতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের নিচে আরো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ বলেছেন, এরকম দুর্যোগ আগে কখনো দেখিনি। ছোট এই শহরটি এখন মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি।
পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা জানিয়েছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পিছনের জানালাগুলো উড়িয়ে নিয়ে গেছে। এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।
কর্নেল নাইট অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তিনি তার স্ত্রী এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রোলিং ফর্কের এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। টর্নেডো আঘাত হানার ঠিক আগে পরিবেশ খুবই শান্ত ছিলো। টর্নেডো আরেকটি আত্মীয়ের বাড়িতে আঘাত হানে, যেখানে একটি দেয়াল ধসে পড়ে ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে।
ওকলাহোমা ইউনিভার্সিটির স্কুল অব মেটিওরোলজির স্যাম এমারসন বলেছেন, অত্যন্ত উচ্চশক্তির টর্নেডো ছিলো এটি।
বিএনএ/ ওজি