28 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » আজমগড়ী সিলসিলার ইফতার মাহফিল

আজমগড়ী সিলসিলার ইফতার মাহফিল

আজমগড়ী সিলসিলার ইফতার মাহফিল

বিএনএ, চট্টগ্রাম : হযরত শাহ ছৈয়দ আবদুল বারী (র.) আল হাসানী ওয়াল হুসাইনী’র ওফাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বিকশিত আজমগড়ী সিলসিলার ইফতার মাহফিল শনিবার (২৫ মার্চ) চট্টগ্রাম নগরের হোটেল রেডিসন ব্লু মেজবান হলে অনুষ্ঠিত হয়। আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে গারাংগিয়া, চুনতী, হালিশহর, কুতুবদিয়া দরবারসহ এতদঞ্চলের এ সিলসিলার তরিকত জংশনগুলোর অনেক পীর-মাশায়েখ, আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, বায়তুশ শরফ ইসলামিয়া আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, রোটারী গর্ভনর ইলেক্ট ডা. মঈনুল ইসলাম মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি ও ইউনিটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, লায়ন্সের সাবেক গর্ভনর শাহ আলম বাবুল।

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গারাংগিয়া দরবারের মাওলানা আয়াজুল ইসলাম সিদ্দিকী কাউসার। বক্তব্য রাখেন কুতুবদিয়া দরবারের মাওলানা মনিরুল মন্নান আল-মাদানী, হালিশহর দরবারের মাওলানা সৈয়দ আইনানুল হক মুনিরী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, গারাংগিয়া দরবারের মাওলানা ড. এনামুল হক মুজাদ্দিদি।

অধ্যাপক জাহেদুর রহমান জাহেদের সঞ্চালনায় মাহফিলে সভাপতির ভাষণে আহমদুল ইসলাম চৌধুরী বলেন, আজমগড়ী সিলসিলার কঠোর শরীয়ত ভিত্তিক, যা চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকতা রয়েছে। আজমগড়ী হযরতের দীর্ঘ সময়ের নিরলস ত্যাগ স্বীকারের ফলে বাংলাদেশসহ ভারতবর্ষে এ সিলসিলা ব্যাপকতা লাভ করে। ভারতের বান্ডেলে শায়িত সৈয়দ ছাহেব হুজুরের এ আজমগড়ী সিলসিলা আজ বিশ্বব্যাপী তরিকতের আলো বিকশিত করছে। একালে সুফিজম, তাসাউফের নানান প্রতিকূলতায়ও আজমগড়ী সিলসিলা শরীয়ত ভিত্তিক তরিকতে অটুট থাকতে সক্ষম বলে আলোচকগণ উল্লেখ করেন।

১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী (দ.) মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চুনতী শাহ মঞ্জিলের হযরত মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাতের মোনাজাত পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।

বিএনএনিউজ/ বিএম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ