24 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » আবারো চলচ্চিত্র প্রযোজনায় নায়িকা রত্না

আবারো চলচ্চিত্র প্রযোজনায় নায়িকা রত্না


বিএনএ ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা রত্না। চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। এবার ‘মায়াবিনী নুসরাত’ নামে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন এই নায়িকা। তামান্না ফিল্মসের ব্যানারে নতুন এ সিনেমার নাম নিবন্ধন করেছেন তিনি।

এই সিনেমার গল্প ভাবনাও রত্নার। বিষয়টি উল্লেখ করে রত্না বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ঘরেই ছিলাম। এবার নতুন সিনেমার কাজ শুরু করছি। এটা আমার প্রযোজিত দ্বিতীয় সিনেমা। শিল্পী ও অন্যান্য কলাকুশলী এখনো ঠিক হয়নি। আগামী এক মাসের মধ্যে শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করব। এরপরই শুটিং শুরু করব।’

অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন রত্না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই প্রতিষ্ঠানের ব্যানারে প্রথম নির্মিত হয় ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমা। এটি পরিচালনা করেন শাহিন-সুমন।

রত্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইম মেশিন’। এছাড়া সত্যরঞ্জন রোমান পরিচালিত ‘পরান পাখি’ সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেন তিনি। এ সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। পাশাপাশি ‘নষ্ট মুন্না’, ‘কঠিন লড়াই’, ‘অরুণ বরুণ কিরণমালা’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে তার অভিনীত ৪৮টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

Loading


শিরোনাম বিএনএ