বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তাতে সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাটে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে আমুচিয়া এবং করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক শওকত আলম, পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা আবুল হাশেম, নুরুল করিম নুরু, মো. সরোয়ার আলমগীর, মো. জাকির হোসেন, মো. সিরাজুল ইসলাম, এসকান্দর মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, মো. শহীদুল আলম, মো. হারুনুর রশীদ, মো. জাফর ও মো. রেজাউল করিম মিন্টু প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী