26 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চুয়েটে দেশবরেণ্য আলেম নিয়ে আয়োজিত হচ্ছে ইসলামিক উৎসব

চুয়েটে দেশবরেণ্য আলেম নিয়ে আয়োজিত হচ্ছে ইসলামিক উৎসব

চুয়েটে দেশবরেণ্য আলেম নিয়ে আয়োজিত হচ্ছে ইসলামিক উৎসব

বিএনএ, চট্টগ্রাম:  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে ইসলামিক উৎসব । শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হতে নানা ধরনের আয়োজন নিয়ে চুয়েটে ইসলামিক উৎসব এর আনুষ্ঠানিকতা শুরু হয় ।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোকিত করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা সহ আরো অনেকে।

আয়োজনে রয়েছে, সীরাত , কিরাত, আবৃত্তি প্রতিযোগিতা , পোস্টার প্রেজেন্টেশন , সুন্নাহ প্রদর্শনী, ইসলামিক ক্যালিগ্রাফি, নাশিদ সন্ধ্যাসহ আরো নানা ধরনের আয়োজন । এ সকল প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। এ উৎসবের অংশ হিসেবে ২৫ ও ২৭শে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ইসলামিক মাহফিল আয়োজিত হবে।

প্রথম ধাপে মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে উৎসবে অংশ নিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক শায়েখ হারুন ইজহার। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বক্তব্য পেশ করবেন।

এছাড়া আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদ-দাওয়াহ ইল্লাল্লাহ এর পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তাদের বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষিত হবে।

ইসলামিক উৎসব আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে চুয়েটের ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইহানুল করিম বলেন,বিশ্ববিদ্যালয় যে শুধু একাডেমিক শিক্ষা না, নৈতিকতা ও চারিত্রিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যম ও হতে পারে চুয়েটের এবারের আয়োজিত ইসলামিক সপ্তাহ ও ইসলামিক মাহফিল তারই প্রমাণ। সপ্তাহব্যাপী ইসলামি সংস্কৃতি, সুন্নাহ প্রদর্শনী, বরেণ্য ইসলামিক স্কলারদের আলোচনা সহ আরো অন্যান্য সব আয়োজন হতে পারে বিপথগামী অনেক শিক্ষার্থীর নিজের রবের কাছে আসার উপকরণ, নিজেকে শুধরে নেয়ার রিমাইন্ডার। আমরা চাই প্রতি বছর এই আয়োজন আরো সাড়ম্বরে চালু থাকুক। আল্লাহ তায়ালা এর সাথে যুক্ত প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুক।

পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব নাবিল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো এই বৃহৎ ইসলামিক উৎসব ও মাহফিল আয়োজন করা হচ্ছে, যা শুধু ধর্মীয় অনুপ্রেরণার উৎস নয়, বরং আমাদের প্রকৌশলী হিসেবে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ গড়ে তোলার এক অনন্য সুযোগ। এই মহফিলের মাধ্যমে আমরা শিখতে পারব কিভাবে একজন প্রকৌশলী হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও মানবসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করা যায়। আশা করি, এটি আমাদের সবাইকে আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করবে এবং একজন আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

যন্ত্রকৌশল বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুতাকাব্বির জানান, আগের বছরের ধারাবাহিকতায় এবারও মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগেরবার একদিন ব্যাপী হলেও এবার কয়েকদিন ব্যাপী আয়োজন করা হচ্ছে। ক্যাম্পাসে সবার মাঝে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের আত্মিক উন্নতিই পারে মানুষের যাবতীয় সমস্যার সমাধান করতে। এর জনু এ অনুষ্ঠানগুলো প্রয়োজন। ছাত্রকল্যাণ অধিদপ্তর কে ধন্যবাদ এমন উদ্যোগ নেয়ার জন্য।

ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসেন বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে গতবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২৫ ও ২৭ ফেব্রুয়ারী ইসলামিক মাহফিল এর আয়োজন করা হয়েছে। ছাত্রকল্যাণ দপ্তর সার্বিক তত্ত্বাবধানে করছে।

উল্লেখ্য, গতবছর চুয়েটের ইসলামিক মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ ।

বিএনএনিউজ / ইয়াসির আফনান / আরএস

Loading


শিরোনাম বিএনএ