বিএনএ, ঢাকা : ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। ১লা মার্চ থেকে আইটিসি প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ ৫০ শতাংশের বেশি কিনতে পারবে না আইআইজি অপারেটররা। সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
সরকারের এই সিদ্ধান্তে বছরে প্রায় ৬০ কোটি টাকা সাশ্রয় হবে। বিপরীতে বাড়বে সাবমেরিন ক্যাবলের ব্যবসা।
বিটিআরসি তাদের সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে বলেছে, প্রত্যেক ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরকে নিশ্চিত করতে হবে, তাদের মোট ইন্টারনেট ট্রাফিকের সর্বোচ্চ ৫০ শতাংশ যেন ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে পরিচালিত হয়।
সাবমেরিন ও টেরেস্ট্রিয়াল কেবল ব্যবসার মধ্যে ভারসাম্য আনতে নিয়ন্ত্রক সংস্থা আইটিসির জন্য সরকারের সঙ্গে বাধ্যতামূলক রাজস্ব ভাগাভাগির হার ১ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করেছে, যা এখন ক্যাবল অপারেটর প্রদত্ত হারের সমান।
গত জানুয়ারিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক বৈঠকে দেশের একমাত্র সাবমেরিন ক্যাবল অপারেটর বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি-র বাজার হিস্যার লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ নির্ধারণ করে।
এই লক্ষ্য অর্জনে সরকার রাষ্ট্রায়ত্ত ও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটিকে তাদের সেবা আরও সাশ্রয়ী করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ডাটা সেন্টার, ক্যাশ সার্ভার এবং গুগল, মেটা, আকামাই ও অ্যামাজনের মতো আন্তর্জাতিক কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর (সিডিএন) জন্য বিশেষ প্যাকেজ নিয়ে আসার পরামর্শ দিয়েছে।
সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলছেন আইআইজি অপারেটররা।
আইআইজিএবির সভাপতি বলেন, ‘৫০ শতাংশ ব্যান্ডউইথ সাবমেরিন থেকে নিতে হবে। ফলে আইআইজি লেভেলে প্রত্যেকের খরচ ১০ থেকে ২০ শতাংশ খরচ বাড়বে।’
ব্যান্ডউইথ বিক্রি বাড়লে দামও কমানো হবে বলে জানালেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘১০০ জিবিপিএস কিনলে আমরা ৩০ জিবিপিএস ফ্রি দিচ্ছি। আমাদের বিক্রি বাড়লে ডিসকাউন্ট বাড়ানোর কথাও ভাববো আমরা।’
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী