29 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকচালক গ্রেপ্তার

গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকচালক গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকচালক গ্রেপ্তার

বিএনএ, গাজীপুর: গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক মুনিরা বেগম (৩০) নিহতের ঘটনায় চালক সোলায়মানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মহানগরের দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোলায়মান গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকের চালক।

উল্লেখ্য, রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মুনিরা ঘটনাস্থলে মারা যান। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর করে।

গাজীপুর গাছা থানার এস আই আনোয়ার হোসেন জানান, শনিবার সকাল পৌনে ৮টায় মহানগরীর কুনিয়া (বড়বাড়ি) এলাকায় সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই নারী পোশাক শ্রমিক মুনিরা বেগম (৩০) নিহত হন। পরে পুলিশ রোববার ভোরে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ