বিএনএ, বিশ্বডেস্ক : অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের পরবর্তী সময় আগামী ৩ মার্চ জানানো হবে। খবর: এনডিটিভি।
শ্রীলঙ্কার নির্বাচন কমিশন বলছে, প্রয়োজনীয় তহবিলের জন্য শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে তারা যোগাযোগ করেছে। আশা করছেন তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার ট্রেজারি সেক্রেটারি শীর্ষ আদালতকে বলেছেন, দেশটি নগদ সংকটের মুখোমুখি হচ্ছে এবং মন্ত্রিসভা তাকে শুধুমাত্র প্রয়োজনীয় কার্যক্রমের জন্য তহবিল বরাদ্দ করার নির্দেশ দিয়েছে।
গত বছর মার্চেই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেবারও অর্থনৈতিক সংকটের জেরেই স্থগিত করা হয়েছিল স্থানীয় নির্বাচন।
বিএনএনিউজ/এইচ.এম।