17 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানের রুমায় ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুন

বান্দরবানের রুমায় ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুন

বান্দরবানের রুমায় ৪ ছেলেসহ পাড়াপ্রধান খুন

বান্দরবান:  বান্দরবানের রুমা উপজেলায় ৪ ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(২৪ফেব্রুয়ারি) রাতে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

রুমা থানার ওসি আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও বিলম্ব হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়

গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো সাংবাদিকদের জানান, কারবারির পরিবারের সদস্যরা পাড়ার বাসিন্দাদের ওপর জাদুটোনা করছিল বলে গুজব ছড়িয়ে পড়ে। জাদুটোনায়  পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদেরকে কুপিয়ে মেরেছে।

রুমা থানার ওসি আবুল কাসেম ঘটনাস্থল থেকে পুলিশ দল ফেরত আসলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে বলে উল্লেখ করেন।

বিএনএ নিউজ২২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ