15 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » শিল্পীদের টিকা দিতে শিল্পী সমিতির উদ্যোগ

শিল্পীদের টিকা দিতে শিল্পী সমিতির উদ্যোগ


বিএনএ ডেস্ক:করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকাদান শুরু হয়েছে। টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টিকা পেতে আগে নাম নিবন্ধন করতে হয়। চলচ্চিত্র শিল্পীরা যাতে খুব সহজে টিকা পান তার উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, সরকারি নিময় মেনে চল্লিশ বছরের বেশি বয়সি শিল্পীদের ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সমিতির নিবন্ধিত শিল্পীরা চাইলেই ভ্যাকসিন নিতে পারবেন।

জায়েদ খান বলেন, ‘সমিতি থেকেই ভ্যাকসিন নিতে হবে এমন কোনো নিয়ম নেই। যারা নিতে চান তারা স্বেচ্ছায় নেবেন। রেজিস্ট্রেশন করে সমিতির যেকোনো শিল্পী তার নিকটস্থ ভ্যাকসিন প্রদান কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। সমিতিতে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মূলত শিল্পীদের সুবিধার্তে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

Loading


শিরোনাম বিএনএ