20 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: উপদেষ্টা মাহফুজ আলম

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: উপদেষ্টা মাহফুজ আলম

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: উপদেষ্টা মাহফুজ আলম

বিএনএ,লক্ষ্মীপুর: জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই বলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না ।

শনিবার (২৫ জানুয়ারি) নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে এই উপদেষ্টাকে।

পথসভায় মাহফুজ আলম বলেন, ‘যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি। ‘বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়নমুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সকল রাজনৈতিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পটপরিবর্তন করা হবে। এ দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের আর স্থান হবে না ।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ