19 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির দশা হবে মুসলীম লীগের মত: কামরুল ইসলাম

বিএনপির দশা হবে মুসলীম লীগের মত: কামরুল ইসলাম


বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী পাঁচ বছরে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তাদের দশা হবে মুসলিম লীগের মতো। তারা এখন তাদের  হতাশ কর্মীদের উজ্জীবিত রাখতে বিভিন্ন মিডিয়ায়  সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ভাগনা কমিউনিটি সেন্টারে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে স্মার্ট  বাংলাদেশ হিসেবে পরিচিত। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, রাস্তা ঘাট, স্কুল, কলেজসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল বিএনপি। তারা এখনও  দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি, শফিউল আযম খান বারকু, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ