17 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে ফলজ ও সবজি চারা পেল ১৫৬ পরিবার

বাঘাইছড়িতে ফলজ ও সবজি চারা পেল ১৫৬ পরিবার

বাঘাইছড়িতে ফলজ ও সবজি চারা পেল ১৫৬ পরিবার

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির ১৫৬ পরিবারের মাঝে ফলজ, সবজি চারা ও বীজ বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়।

কৃষি অফিসের তথ্য মতে, অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বাঘাইছড়ির ৮ ইউনিয়নের ১৫৬ পরিবারের এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিতরণকালে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা হলো- দেশের এক ইঞ্চি জমি ও যাতে খালি না থাকে, সেই লক্ষ্যে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার জন্য এসব চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। এগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ