25 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শৈত্যপ্রবাহ কমলেও বৃষ্টির আশঙ্কা

শৈত্যপ্রবাহ কমলেও বৃষ্টির আশঙ্কা

শৈত্যপ্রবাহ কমলেও বৃষ্টির আশঙ্কা

বিএনএ, ডেস্ক: এক দিনের ব্যবধানে দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমে এসেছে শৈত্যপ্রবাহ। চলমান শৈত্যপ্রবাহ নওগাঁ ও রংপুর বিভাগে অব্যাহত আছে। এদিকে শৈত্যপ্রবাহ ভেঙে কয়েক বিভাগে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমবে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়।

বৃহস্পতিবারের (২৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ