বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের ডবলমুরিং থানার কাউন্সিলর প্রার্থী এইচএম সোহেলের অফিসের সামনে নগর ছাত্রলীগের সদস্য জালাল আহমদ রানার ওপর হামলা এবং ছুরিকাঘাতের অভিযোগের পাওয়া গেছে। এ সময় রমজান আলী নামে একজন আইনজীবী আহত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) ডবলমুরিংয়ের বেপারি পাড়া সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ছুরিকাঘাতের ঘটনা দেখিনি। চড়-থাপ্পরের ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আহত ছাত্রলীগ নেতা জালাল আহমদ রানা বলেন, কাউন্সিলর প্রার্থী এইচএম সোহেলের বাসা থেকে নামার পর হঠাৎ আমার ওপর হামলা হয়েছে। পালিয়ে যেতে চাইলে ছুরিকাঘাত করা হয়েছে। পরে আমার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় জামশেদ, জালাল, সুজনসহ আরও বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছেন রানা।
এদিকে কাউন্সিলর প্রার্থী এইচএম সোহেল বলেন, এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী জামশেদ, জালাল, সুজনসহ প্রায় ৩০-৪০ জন মিলে এই হামলার ঘটনা ঘটায়। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু এ হামলার নেতৃ্ত্ব দিয়েছেন।
বিএনএনিউজ/মনির