বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাবের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে টহল শুরু করেছেন তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার বলেন, চসিক নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) থেকে ২৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত পুলিশ-র্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তারা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনায় বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।
জানা যায়, প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন। ২৫ প্লাটুনের মধ্যে ২২ প্লাটুন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় টহলে থাকবে। তিন প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি সদস্যরা নগরীতে দায়িত্ব পালন করবে।
এদিকে চসিক নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। তিনি জানান, চসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে পুলিশ। কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রোববার চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সে দাবি নাকচ করে দেন।
বিএনএনিউজ/মনির