15 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

বিএনএ,ক্রীড়া ডেস্ক: আবারও টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ৪৪ ওভার দুই বলে সব উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে ক্যারিবীয়রা।এর ফলে ১২০ রানের জয় তুলে নেয় টাইগাররা। আগে প্রথম দুই ম্যাচে টানা হেরে আগেই ট্রফি হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ।এ নিয়ে ক্যারিবিয়দের বিপক্ষে টানা তিন বার সিরিজ জয় করলো টাইগাররা।

সোমবার(২৫ জানুয়ারি)চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।হোয়াইট ওয়াশ এড়াতে ২৯৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়রা।

দলীয় ৭ রানে উইকেট হারায় উইন্ডিজ।সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজুর রহমান।তার শিকার হয়ে সাজঘরে ফেরেন কেজর্ন ওটলি।এরপর দলীয় ৩০ রানে উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন কাটার মাস্টার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুনীল অ্যামব্রিস। ৩০ রানে দুই ওপেনারের উইকেট হারানো উইন্ডিজ খেলায় ফেরার আগেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৪৮ রানে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স (১১)।

এরপর জেসন মোহাম্মেদ ও এনক্রুমা বনারকে পরপর সাজ ঘরে ফিরিয়ে ক্যারিবিয়ানদের প্রতিরোধ ভাঙেন সাইফ উদ্দিন। সাজঘরে ফেরার আগে জেসন মোহাম্মেদ করেন ৩৬ বলে ১৭ রান।আর বনার সংগ্রহ করেন ৬৬ বলে ৩১ রান। এর পর বোলিংয়ে ফিরেই উইকেট পান মেহেদী হাসান মিরাজ।কট বিহাইন্ড করে দেন কিপার-ব্যাটসম্যান জামার হ্যামিল্টনকে।

এরপর ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়াতে থাকেন রভম্যান পাওয়েল। বিপজ্জনক এই ব্যাটসম্যানকে থামালেন সৌম্য সরকার। ৪৯ বলে ৪৭ রান সংগ্রহ করেন তিনি।পরবর্তীতে রান আউট হয়ে ফিরে যান আলজারি জোসেফ।দ্বিতীয় রান নিতে চেয়েছিলেন দুই ব্যাটসম্যান।নাজমুল হোসেন শান্তর থ্রো ধরে বোলার মোহাম্মদ সাইফ উদ্দিন বেলস ফেলে দেয়ার সময় বেশ দূরে ছিলেন জোসেফ।একই ওভারে আকিল হোসেইনকে সাজ ঘরে ফিরিয়ে দেন সাইফ।ফেরার ম্যাচে উইকেট পেলেন তাসকিন আহমেদ। রেমন রিফারের ফিরতি ক্যাচ নিয়ে ক্যারিবিয়ানদের ১৭৭ রানে থামিয়ে দিলেন এই পেসার।বাংলাদেশ পেল ১২০ রানের জয়।

এরআগে টস হেরে ব্যাটিং শুরু করে টাইগাররা।৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯৭ রান।তবে টাইগারদের শুরুটা ভাল হয়নি।আলজারি জোসেফের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লু হয়ে ফেরেন লিটন দাস।এরপরেই ৮.৪ ওভারে ২০ রান করে কাইল মায়ার্সের বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর তামিম এবং সাকিব তাদের জুটি দীর্ঘ করেন। তামিম আলজারি জোসেফের বলে ৬৪ রান করে আউট হয়ে গেলে সাকিব এবং মুশফিক দলের হাল ধরেন।এরপরে সাকিবও তার ক্যারিয়ারে আরেকটি হাফ সেঞ্চুরি যোগ করে আউট হয়ে যান। এরপর মুশফিক তুলে নেন ৬৪ রান। মুশফিক আউট হলে মাত্র ৪৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।

তৃতীয় ওয়ানডেতে বোলিং করার সময় চোট পান সাকিব।নিজের করা বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ