24 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নকল বৈদ্যুতিক তার মজুদ ও বিক্রি : ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নকল বৈদ্যুতিক তার মজুদ ও বিক্রি : ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুদ ও বিক্রি

বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারী এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

র‌্যাব-১০ এর এএপি এনায়েত কবির সোয়েব বলেন, রোববার (২৪ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যাটালিয়নের মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন হয়। আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

এ সময় আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার ও নকল এরাল্ডাইট গ্লু উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে নগদ ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ১ জনকে ৬ মাসের কারাদন্ড দেন। এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৪৫০ কয়েল অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ৫৫০ পিস ভালভ ও ১২১ পিস বয়লার জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানকালে ৩টি কারখানাকে সিলগালা করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা এনায়েত জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন।
বিএনএনিউজ/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ