24 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বাংলা একাডেমি পুরষ্কার যারা পাচ্ছেন

বাংলা একাডেমি পুরষ্কার যারা পাচ্ছেন


বিএনএ,ঢাকা: ২০২০ সালের সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি।ঘোষণা অনুযায়ী এবার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ বিভাগে ১০ জন।সোমবার (২৫ জানুয়ারি)বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:কবিতায় মুহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল,নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন,মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়,অনুবাদে সুরেশরঞ্জন বসাক,আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

এ প্রসঙ্গে হাবীবুল্লাহ সিরাজী বলেন,বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।আগামি মার্চে আমরা অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের চিন্তাবাবনা চলছে বলেও জানান তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, বই মেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। ১৮ মার্চ থেকে বইমেলা করা হবে।

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। তবে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করার ইচ্ছা আছে।এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করা হবে।প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে বলে জানান হাবীবুল্লাহ সিরাজী।

এর আগে রোববার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়ার জন্য পুরস্কার কমিটির বৈঠক  হয়।এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সভাপতি হাবীবুল্লাহ সিরাজী।

সভায় আরও উপস্থিত ছিলেন ফখরুল আলম, কাজলকৃষ্ণ ব্যানার্জি, মুহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ কায়কোবাদ, কামাল চৌধুরী ও ইমরান কবির চৌধুরী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন