27 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - জুলাই ১৪, ২০২৫
Bnanews24.com
Home » কুষ্টিয়ার এসপি তানভীরের হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

কুষ্টিয়ার এসপি তানভীরের হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

কুষ্টিয়ার এসপি তানভীরের হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

বিএনএ, ঢাকা : বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত হাইকোর্টের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

আদালত এসপি তানভীরকে বলেন, পুলিশকে কথায় নয়, কাজে পটু হতে হবে। পুলিশ যাতে মানুষের বন্ধু হয় সেটা করতে হবে। কে কোন দল, আদর্শ সেটা বিবেচনা করার দায়িত্ব পুলিশের নয়। মানুষ যেন পুলিশি রাষ্ট্র মনে না করে সেটি মাথায় নিয়ে দায়িত্ব পালন করবেন। আপনাকে কাজে দক্ষ হতে হবে কথায় নয়। আপনারা মানুষের নিরাপত্তা দেবেন। কেউ যেন পুলিশের কাছে অনিরাপদ বোধ না করে।

জুডিশিয়ালির মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

এর আগে সকাল ১০ টা ৫০ মিনিটে আদালতে শুনানি শুরু হয়। এতে ভার্চুয়ালি সংযুক্ত হন এসপি তানভীরের পক্ষে সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ