18 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ২৯৮ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

২৯৮ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

২৯৮ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৯৮ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে সাজঘরে পাঠাল বাংলাদেশ। দুইটি উইকেটই নিলেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জর্ন ওটলি। ৮ বলে ১ রান করেছেন তিনি। ষষ্ঠ ওভারে এলবিডব্লিউ হয়েছেন সুনিল আমব্রিস। ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

সোমবার(২৫ জানুয়ারি) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রৌদ্রোজ্জ্বল পরিবেশে টস হেরে ব্যাটিং শুরু করে টাইগাররা।৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯৭ রান। তবে টাইগারদের শুরুটা ভাল হয়নি।আলজারি জোসেফের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লু হয়ে ফেরেন লিটন দাস।এরপরেই ৮.৪ ওভারে ২০ রান করে কাইল মায়ার্সের বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর তামিম এবং সাকিব তাদের জুটি দীর্ঘ করেন।

তামিম আলজারি জোসেফের বলে ৬৪ রান করে আউট হয়ে গেলে সাকিব এবং মুশফিক দলের হাল ধরেন।এরপরে সাকিবও তার ক্যারিয়ারে আরেকটি হাফ সেঞ্চুরি যোগ করে আউট হয়ে যান। এরপর মুশফিক তুলে নেন ৬৪ রান। মুশফিক আউট হলে মাহমুদউল্লাহ মাত্র ৪৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। এরআগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাইফউদ্দিন।আর জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। ক্যারিবীয় দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জোসুয়া দা সিলভা ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তার বদলে অভিষেক হলো জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, কেওর্ন ওটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কেওন হার্ডিং, আলজারি জোসেফ, আকিল হোসেন।

বিএনএনিউজ২৪/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ