18 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পিকে হালদারের দুই সহযোগীর পাঁচ দিনের রিমান্ড

পিকে হালদারের দুই সহযোগীর পাঁচ দিনের রিমান্ড

পি কে হালদারের ৫ সহযোগীর বিরুদ্ধে ৫টি মামলা দায়ের

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক) : আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগী- পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তাদের হাজির করে দুদক। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।শুনানি শেষে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রোববার (২৪ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।

পি কে হালদার ওই দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়েছেন।যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন।এই দুজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছে দুদক।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে ৩ হাজার ৫০০ কোটি টাকা সরিয়েছেন পিকে হালদার।তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ